Cambridge School
প্রিন্সিপালের কথা

বিংশ শতাব্দীর শেষার্ধে ১৯৯৮ সালে "ক্যামব্রিজ কিন্ডারগার্টেন এন্ড  হাই স্কুল" এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর উদার মনোভাব ও শিক্ষার পৃষ্ঠপোষকতার ফসল আজকের এই অপ্রতিদ্বন্ধী শিক্ষা প্রতিষ্ঠান।
 
এত অল্প সময়ে এতটা সুনাম অর্জন ও যুগোপযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো সম্ভব হত না যদি "চেয়ারম্যান", তার সুনিপুন বিচক্ষণতা,  কঠোর পরিশ্রম, সুপরিকল্পিত প্রশাসনিক ব্যবস্থা  সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা, কল্পনা,সৃজন শক্তির লালন, বিকাশ ও প্রসার সাধনে তৎপর না হতেন।
 
নতুন শতাব্দী পৃথিবীতে পা রেখেছে নতুন অঙ্গীকার নিয়ে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য মন্ডিত "ক্যামব্রিজ কিন্ডারগার্টেন এন্ড  হাই স্কুল" নব নব সম্ভবনা এবং দিগন্ত বিস্তৃত সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে আগামী প্রজন্মকে।
 
আমার দৃঢ় বিশ্বাস বর্তমানের মত সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যহত থাকলে 
"ক্যামব্রিজ কিন্ডারগার্টেন এন্ড  হাই স্কুল" তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে শিক্ষা ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত রাখবে।
 
সৈয়দা সুলতানা মাহমুদা
এম,এ (বি এড) এল, এল, বি
        প্রিন্সিপাল
     ক্যামব্রিজ স্কুল

ফেসবুকে আমরা
প্রয়োজনীয় লিংকস
ভিজিটর সংখ্যা
100
as on 15 Mar, 2025 11:48 PM
© এডুটেক স্কুল সফটওয়্যার, টেক বিপিও প্রো™