বিদ্যালয়ের সাধারণ নিয়মাবলী....
০১. শিক্ষার্থীরা সর্বদা পিতা-মাতা, গুরুজন ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্ব ক্ষেত্রে বিনয়ী হতে হবে।
০২. ক্লাস শুরু হবার ১৫ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
০৩. শ্রেণী কক্ষে বসার সিস্টেম চক্রাকারে যা শ্রেণী শিক্ষক নিদ্ধারণ করবেন। প্রত্যেক শিক্ষার্থীকে এই নির্দেশ মানতে হবে।
০৪. স্কুল চলাকালীন সময়ে অভিভাবকগণ শুধু অফিস কক্ষ ছাড়া স্কুলের ২য়, ৩য়, ৪র্থ, ৫ম তলা বা শ্রেণী কক্ষের সামনে যাওয়া নিষেধ। এতে শ্রেণীর ব্যহত হয়।
০৫. বিদ্যালয়ে অধ্যায়ণরত অবস্থায় অনুত্তীর্ণ হলে বিদ্যালয়ে রাখা যাবে না।
০৬. ব্যক্তিগত খেলার সরঞ্জাম বিদ্যালয়ে আনা যাবে না।
০৭. বিদ্যালয় চলাকালীন সময়ে অকারণে শ্রেণী কক্ষের বাইরে শিক্ষার্থীদের দেখা গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮. বিদ্যালয়ের সকল আসবাপত্রের প্রতি যত্নবান হতে হবে। কেউ ক্ষতিসাধন করলে ক্ষতিপূরণ দিতে হবে।
০৯. বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী অশালীন পুস্তক/ছবি/চাকু/ব্লেড ইত্যাদি আনা সম্পূর্ণ নিষেধ। উক্ত সরঞ্জাম যে কোন একটি আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১০. যে কোন পরামর্শ বা অভিযোগ থাকলে অভিভাবকগণ প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবেন।
১১. ভুল ডায়েরির ছুটির ঘরে অভিভাবক এবং শিক্ষকদের স্বাক্ষর থাকলে ছুটি গ্রহণ যোগ্য হবে।
১২. বছরকে তিন ভাগে ভাগ করে ৩টি সাময়িক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় পাসের নম্বর ৪০%।
১৩. মাসিক পরীক্ষায় অংশ গ্রহণ বাধ্যতামূলক ।
১৪. কোন অবস্থাতেই পিতা/মাতা/মনোনীত অভিভাবক ব্যতীত অন্য কারো সাথে ছাত্র-ছাত্রীকে স্কুল ত্যাগ করতে দেওয়া হবে না।
১৫. কোন ছাত্র-ছাত্রী অভিভাবক ছাড়া একা যেতে চাইলে তাকে অনুমতি সংগ্রহ করে আনতে হবে