প্রতিষ্ঠানের ইতিহাস
পটভূমি

পটভূমি...
  
জাতির ভাগ্যউন্নয়নে ও সঠিক দিক নির্দশনায় শিক্ষার গুরত্ব অপরিসীম। প্রকৃত শিক্ষালাভের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিক চেতনা ও মূল্যবোধের বিকাশ ঘটে। সকল শিশুর মধ্যেই কিছু না কিছু প্রতিভা রয়েছে। এই সুপ্ত প্রতিভার বিকাশ ও সুষ্ঠু শিক্ষালাভের জন্য উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র। আগামী দিনের উজ্জ্বল সম্ভবনাময় শিক্ষার্থী তৈরি কর‍তে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত ভাবে শিক্ষাজীবনে যেন পদার্পণ করতে পারে এ উদ্দেশ্যে "ক্যামব্রিজ কিন্ডারগার্টেন এন্ড  হাই স্কুল" এর প্রতিষ্ঠা ১৯৯৮ সালে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত স্বকীয় বৈশিষ্ট্য ও সুনাম অক্ষুন্ন রেখে তার কার্যক্রম সস্প্রসারিত করা যাচ্ছে ধারাবাহিক প্রক্রিয়ায়।

ফেসবুকে আমরা
প্রয়োজনীয় লিংকস
ভিজিটর সংখ্যা
100
as on 14 Jan, 2025 01:16 PM
© এডুটেক স্কুল সফটওয়্যার, টেক বিপিও প্রো™