পরিচালকের বার্তা
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কথা

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীরা জাতির জন্য এক উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। তাদের সুষ্ঠু মানসিক গঠন উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজন মানসস্মত শিক্ষা পদ্ধতি ও একটি ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি   পরিচালনার জন্য একদিকে যেমন প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা তেমনি অপর দিকে প্রয়োজন সুশৃঙ্খল নিয়ম কানুন, ছাত্র-ছাত্রীদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের ধারণ উপযোগী স্কুল ভবন ও উপযুক্ত পরিবেশ।
 
অদক্ষ ব্যবস্থাপনা, অপর্যাপ্ত পরিসর এবং  প্রশিক্ষণ বিহীন শিক্ষক-শিক্ষিকা নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান গুলোতে শিশুরা হয় মৌলিক শিক্ষা থেকে হয় বঞ্চিত আর অভিভাবকরা হন বিভ্রান্তের স্বীকার।
 
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গড়তে আপনারা সঠিক সিদ্ধান্ত সহায়ক ভুমিকা পালন করবেন।
 
 
আপনার সন্তানকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে “ক্যামব্রিজ স্কুল” দৃঢ় প্রতিজ্ঞ।
 
 
 
মোঃ নোমানুর রশিদ নোমান
      প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

ফেসবুকে আমরা
প্রয়োজনীয় লিংকস
ভিজিটর সংখ্যা
100
as on 15 Mar, 2025 10:15 PM
© এডুটেক স্কুল সফটওয়্যার, টেক বিপিও প্রো™