
জ্ঞান অর্জনের একমাত্র পথ হল শিক্ষা। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রতিযোগীতায় নিজের স্থানটি অক্ষুন্ন রেখে টিকে থাকতে হলে গুণগত মান সম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির পেছনে সরকারের সাথে সাথে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এ ব্যক্তি উদ্যোক্তাদের অবদান কম নয়। আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। ভবিষ্যতে তারাই দেশ ও জাতির প্রত্যাশা পূরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিশু কিশোরদের শিক্ষিত সুনাগরিক ও অনুপম চরিত্র গঠনের উপযোগী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। এ লক্ষেকে সামনে রেখেই প্রচলিত শিক্ষার সাথে সামাজিক ও ধর্মীয় মুল্যবোধ সমৃদ্ধ আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে ক্যামব্রিজ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল। প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্রতায় শিক্ষার্থীদের বহুমুখী সুপ্ত প্রতিভাকে বিজকাশিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে প্রতিষ্ঠানটির গুনগত মান অক্ষুন্ন রেখে এগিয়ে যাচ্ছে। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নাজমুন নাহার
পরিচালক,
ক্যামব্রিজ স্কুল