১/ ক্যামব্রিজ সংগীত একাডেমীঃ
এখানে বেতার ও টেলিভিশনের অভিজ্ঞ অস্তাদ দ্বারা আধুনিক, নজরুল, রবীন্দ্র-সংগীত ও নৃত্য শেখানো হয়।
২/ ক্যামব্রিজ কম্পিউটার ল্যাবঃ
এখানে রয়েছে শিক্ষার্থীদের জন কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি কম্পিউটার শেখার সু-ব্যবস্থা।
৩/ ক্যামব্রিজ আর্ট স্কুলঃ
এখানে চারুকলার শিক্ষক দ্বারা চিত্রাংকন শিখানো হয় এবং দেশের সকল প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করানো সহ সকল স্কুল ড্রইং শেখানো হয়।
বিনোদনঃ
১. নবীনদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।
২. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে।
৩. শিক্ষা সফরের মাধ্যমে ঐতিহাসিক স্থান প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।
৪. বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে।
৫. বিদ্যালয়ের কালচার ক্লাস (নাচ, গান, নাটক, আবৃতি, ড্রইং, হামদ-নাত, স্পোকেন ইংলিশ এর সু-ব্যবস্থা রয়েছে।
উপসংহার
অত্র প্রতিষ্ঠানের বিকাশ ও শ্রী বৃদ্ধির জন্য আমরা সর্বদা তৎপর । বর্তমানের ন্যায় আগামী দিন গুলোতে ও সকলের প্রচেষ্টায় "ক্যাম্বব্রিজ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল" তার সুনাম অক্ষুণ্ণ রাখবে।