শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য...
শিক্ষা জীবনের প্রথম স্তর থেকে উন্নত ও পদ্ধতিগত শিক্ষাদাবের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের ভীত মজবুত ও বলিষ্ঠ করা।
সমাজ সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার পরিবেশ সৃষ্টি করে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত তৈরিতে উদ্ধুদ্ধ করা।
উন্নত শিক্ষার অভাবে জন্মগত ভাবে পাওয়া সৃজনশীল ক্ষমতা অকালে ঝরে পড়ে যায়। সযত্নে এ সমস্ত ছেলে মেয়েদেরকে উপযোগী জ্ঞান এ বিজ্ঞান দক্ষতা অর্জনে সহায়তা করা।
সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা, কল্পনা, সৃজন শক্তির লালন, বিকাশ ও প্রসার সাধনে তৎপর থেকে আদর্শ, ন্যায় পরায়ণ ও সত্যনিষ্ঠ মানুষ হিসেবে সুমাহান আস্থা তৈরিতে সচেষ্ট থাকা।