অভিভাবকদের জ্ঞাতব্য
অভিভাবকদের জ্ঞাতব্য

অভিভাবকদের জ্ঞাতব্য....
 
০১. শ্রেণী কক্ষে অভিভাবকদের প্রবেশ নিষেধ।
০২. প্রয়োজনে ছাত্র-ছাত্রীদেরকে প্রতিষ্ঠান অঙ্গনে পৌঁছে দিয়ে যাবেন। স্কুল ছুটির পর কোন ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
০৩. ক্লাশ চলাকালীন সময়ে কোন শিক্ষক-শিক্ষিকার সাথে আলোচনা করবেন না। প্রয়োজনে ক্লাস ছুটির পর প্রয়োজনীয় আলাপ করবেন।
০৪. আপনার সন্তানের পড়ালেখার অগ্রগতি, উন্নতি ইত্যাদি শ্রেণী শিক্ষকের কাছ থেকে অন্তত সপ্তাহে ১ দিন বা ১৫ দিন অন্তর জেনে নিন।
০৫. অভিভাবকদের যেকোন ধরনের অভিযোগ কিংবা মতামতের জন্য প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করবেন। প্রতি বৃহস্পতিবার (৯টা থেকে ১২টা)
০৬. ছাত্র-ছাত্রীদের আদব-কায়দা/নৈতিক শিক্ষা/সুন্দর ও সাবলিল কথা বলার জন্য যথাসাধ্য সহযোগিতা করুন।
০৭. শিক্ষার্থী স্কুলে ঠিক মত আসে কিনা সে ব্যাপারে দৃষ্টি রাখবেন।
০৮. তারিখ অনুযায়ী নিজে বা ছাত্র-ছাত্রীর মাধ্যমে বেতন ও অন্যন্য ফিস পরিশোধ করুন।
০৯. যে সকল ছাত্র-ছাত্রী অভিভাবক ছাড়া বাসায় যাবে ন তাদের নাম অফিস কক্ষে ব্যক্তিগত ভাবে জানতে হবে। অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১০. ছাত্র-ছাত্রীর পরিধানের কাপড়, মাথার চুল, হাতের নখ ইত্যাদির দিকে সতর্ক দৃষ্টি রাখুন ও পরিচ্ছন্ন ভাবে শিক্ষার্থীকে স্কুলে পাঠান।
১১. অফিস কক্ষে এসে (অভিযোগ ডাইরিতে) আপনার অভিযোগ/সমস্যা জানিয়ে যেতে পারেন।
১২. যে কোন শিক্ষার্থীর ভুল/ক্রুটি বা অসৌজন্যমূলক আচারণের জন্য কোন অভিভাবক স্কুলে এসে শিক্ষার্থীকে শাসন করার অধিকার রাখে না।
১৩. অত্র বিদ্যালয়ে বাল্য-বিবাহিত ছাত্র-ছাত্রীদের (অধ্যায়ণরত অবস্থায়) ভর্তি বাতিল বলে গণ্য হবে।
১৪. স্কুলের ছাত্র-ছাত্রীদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কোন শিক্ষার্থী ব্যবহার যাতে না করতে পারে সে দিকে অভিভাবককের দৃষ্টি রাখতে হবে। স্কুল কর্তৃপক্ষ জানতে পারলে যথা বিহীত ব্যবস্থা গ্রহণ করবেন।

ফেসবুকে আমরা
প্রয়োজনীয় লিংকস
ভিজিটর সংখ্যা
100
as on 16 Mar, 2025 12:27 AM
© এডুটেক স্কুল সফটওয়্যার, টেক বিপিও প্রো™